West Bengal
পুলিশের গাড়ি ধাক্কা , বিজেপি প্রার্থীর গাড়িতে
গাইঘাটার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত
পুলিসের স্টিকার লাগানো গাড়ি জোরে ধাক্কা মারে শান্তনু ঠাকুরের গাড়িতে , শান্তনু ঠাকুরের মাথা ফেটে যায়। সূত্রের খবর কল্যাণী যাচ্ছিলেন নির্বাচনের কাজে , তখন হটাৎ-ই দাঁড়িয়ে থাকা একটি পুলিশের স্টিকার লাগানো গাড়িটি ধাক্কা দেয়। ঘটনাটি ঘটে গাইঘাটা থানার হাঁসপুরে। বর্তমানে শান্তনু কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি নেতৃত্ব বলেছে এর পিছনে তৃণমূলের হাত থাকতে পারে, এই ষড়যন্ত্রের দাবি করেছেন শান্তনু।