পূজোতে আর চিন্তা নেই, পেট্রোল ও ডিজেলের দাম কমার ইঙ্গিত এসেছে
পুজোর মুখে পেট্রল ও ডিজেলের দাম কমার খবরে সস্তির নিঃশাস ফেলল মানুষ

সায়ন্তনী রায় : পুজো কিন্তু আর বেশিদিন বাকি নেই। মায়ের আসার সময় হয়ে গেলো। সারা কলকাতা জুড়ে কিন্তু তোড়জোড়। তার মাঝে মানুষের চিন্তা একটাই নিজেরদের গাড়ি নিয়ে কিভাবে পরিবারসহ ঠাকুর দেখতে যাবে। নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও দ্বিধাবোধ করছে কলকাতার মানুষ। কিন্তু কেন? পেট্রল ডিজেলের দাম বাড়ার ফলে মানুষ এখন পিছুটান নিচ্ছে। কিন্তু এক চমকানো খবর, পুজোর সময় পেট্রল ডিজেলের দাম কমার কথা ৫কান হয়ে গেছে। ১৪ সেপ্টেম্বর ,শনিবার ,সৌদি আরবের তেল সংস্থা সৌদি আরামকোর আবকোয়েক এবং খুরেইশ প্লান্টে জঙ্গি ড্রোন হানার পর এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ৭১ মার্কিন ডলারে পৌঁছে যায়। জঙ্গি হানার পর সৌদি আরামকো তাদের দৈনিক তেল ও গ্যাসের উৎপাদন অর্ধেক করে দিতে বাধ্য হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে এবং তারই পাশাপাশি মুদ্রার বিনিময় দরের সুবিধাও খুব তাড়াতাড়ি প্রতিফলিত হবে পেট্রল ডিজেলের দরে। তাহলে পুজোতে ঠাকুর পরিক্রমার কথা মাথা দিয়ে সরানোর কিছু নেই। চিন্তা মুক্ত থাকুন। পেট্রল ডিজেলের দাম কমার ইঙ্গিত পাওয়া গেছে।