Culture
পূর্বাচল শক্তি সংঘের এবারে থিম ” ছোট পুজোর বড় সমস্যা “
কাজের খোঁজে বিদেশের পথে , বাড়ি থেকে পৰ সত্যি খাঁ খাঁ করছে। বাড়ির দূর্গা থেকে পাড়ার দূর্গা সবাই যখন একাকিত্বে , তখন বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে যাচ্ছে বাবা মায়েরা। আর যারা বাড়িতে রইলেন তাদের জন্য পাড়ায় ভরসা। সব মিলিয়ে বেশ আলাদা ভাবনা উপস্থাপনাতে পূর্বাচল শক্তি সংঘে।
পূর্বাচল শক্তি সংঘ এবারে একেবাই অন্য ভাবনায় নতুন উৎকর্ষতার পথে। শিল্পী সোমনাথ মুখ্যোপাধ্যায়ের পরিকল্পনায় তৈরি হচ্ছে ” ছোট পুজোর বড় সমস্যা ” . বাড়ির ছেলেমেয়েরা যখন কর্মসংস্থানের খোঁজে বিদেশের পথে পারি জমিয়েছে , আস্তে পারেনা বাড়িতে , তখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলার দূর্গা আরাধনা কিভাবে বিদেশের মাটিতে প্রভাব ফেলে। আর বিদেশে দাঁড়িয়ে অস্থির চিত্তে স্বদেশের কথা মনে পরে। চূড়ান্ত প্রযুক্তি নিয়ে স্বদেশের স্বাদ বিদেশের মাটিতে কি ভাবে পাচ্ছেন অর্থাৎ দুদের স্বাধ ঘোলে মেটাচ্ছে সেই সবই এই থিমের USP .