Women
পোশাকের জন্য ম্যারাথনের দৌড়ে রেকর্ড গড়েও খেতাব পেলেন না নার্স
ফিনিসিং পয়েন্টে পৌঁছেছিলেন ,কিন্তু হলো না শেষরক্ষা, পোশাকের জন্য উঠলো না গ্রীনিস বুকে নাম লন্ডন হাসপাতালের নার্স জেসিকা অ্যান্ডারসনের
ফিনিসিং পয়েন্টে পোঁছেই গিয়েছিলেন ,নাম উঠতেও পারত গ্রীনিস বুকে। কিন্তু শেষমেশ ,আর শেষরক্ষা হলো না লন্ডন হাসপাতালের নার্সের। শোনা যাচ্ছে নার্সের পোশাক পরে ম্যারাথনের দৌড়ে অংশগ্রহণ করার জন্য টার্নিং পয়েন্টে পৌঁছেও তাঁর নাম বাদ গেলো তালিকা থেকে। জেসিকা অ্যান্ডারসন নামে ওই নার্স নাকি ম্যারাথনের নির্দিষ্ট পোশাক স্কার্ট পড়েননি। তবে এই ঘটনায় হতভম্ব হয়ে গেছেন জেসিকা। তিনি জানিয়েছেন তাঁকে নাকি আগের থেকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি।