পোস্টের থেকে পড়ে কেবল কর্মীর মৃত্যু
বসিরহাট মহকুমার মাটিয়া থানার ফারাসাত গ্রামের কেবল অপারেটরের কর্মী বছর ৩০-এর মহম্মদ আলী মন্ডল । আজ রবিবার দুপুর বারোটা নাগাদ বসিরহাট থানার কাছারিপাড়া মোড়ে কেবল টিভির সমস্যার জন্য পোস্টে উঠেছিল ঠিক করতে। ওই কর্মী পা স্লিপ করে নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মহম্মদ আলীকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার জেরে মণ্ডল পরিবারে শোকের ছায়া নেমে পড়েছে । ফারাসাত পুরের সমাজসেবী স্থানীয় জনপ্রতিনিধি তাপস দাস-এর উদ্যোগে সব রকম ভাবে চিকিৎসকদের সাহায্য করলো। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না । পরিবারের পাশে সব রকম সাহায্যের হাত বাড়ানোর কথা তিনি বলেন। ঠিক গতকাল শনিবার দুপুর বেলা বসিরহাটের এসএন মজুমদার রোডের মুন্সির বাগানে বিদ্যুতের পোষ্টের থেকে পড়ে গিয়ে এক যুবক বসিরহাট জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বারবার এই ঘটনায় সচেতনতার অভাব দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। কেন সেই রকম নিরাপত্তা নিয়ে পোস্টে উঠছে প্রশ্ন তুলেছে প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দারা। মৃত মহম্মদ আলী মন্ডল-এর দেহ ময়নাতদন্ত হবে বসিরহাট জেলা হাসপাতালে।