পৌর প্রধানের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের
তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভায় পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ১১ জন কাউন্সিলর।
তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভায় পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ১১ জন কাউন্সিলর। শুক্রবার সকালে তারা তাদের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র মহকুমা শাসকের কাছে জমা দেন। সেই আবেদনে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জানা গেছে, ২২ আসন বিশিষ্ট তৃণমূলের বাকি দুটির মধ্যে একটি কংগ্রেস এবং একটি সিপিএমের দখলে। পুরো বোর্ড গঠন করে তৃণমূলের প্রধান হন শঙ্কর আঢ্য। যার মধ্যে 11 জন কাউন্সিলর আজ বনগাঁ এসডিও-এর কাছে অনাস্থা ভোটের দাবি জানান। লোকসভা নির্বাচনের ফল অনুসারে দেখা যাচ্ছে ২২ টি ওয়ার্ডের মধ্যে ২১টি হার হয়েছে তৃণমূলের।
তৃণমূলের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া অভিযোগ করেন, পুরো প্রধান শঙ্কর আঢ্যর কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন বনগাঁর সাধারণ মানুষ। তার প্রমাণও মিলেছে এই লোকসভা নির্বাচনে। পুর নাগরিকদের পাশাপাশি পুর প্রধানের কাজকর্মে অসন্তুষ্ট বেশিরভাগ কাউন্সিলরাও। আর এই অবস্থায় অনাস্থা আনা ছাড়া কোন উপায় ছিল না।