Weather
প্রচন্ড গরম থেকে স্বস্তি মিলতে পারে কাল
রবিবার সন্ধ্যের পর হতে পারে ঝড় বৃষ্টি বলছে হাওয়াঅফিস
কাল সপ্তম তথা শেষ দফার ভোট ,ভোট নিয়ে বাজার প্রায় সরগরম তার পাশাপাশি আবহাওয়ার এই অস্বস্তিকর অবস্থা। বৃষ্টির কোনো লক্ষণ নেই, তবে আবহাওয়াবিদরা বলছেন রবিবার সন্ধ্যের পর দেখা মিলতে পারে ঝড় বৃষ্টির। এমনিতে রবিবার ৩৭-৩৮%সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। দিনে গরম থাকলেও তাপপ্রবাহ চলবে না। রাতে ঝড় বৃষ্টির পরে একটু মুক্তি মিলতে পারে এই অবস্থা থেকে।