Analysis
প্রচারের আড়ালে ভোট কাটা কাটিতে ফলাফল হতে পারে উল্টো
হতে পারে স্বশব্দে প্রস্থান , ঘটতে পারে নিঃশব্দে আগমন , আর এই নিয়েই ওপিনিয়ন টাইমস - স্রোতের বিপক্ষে একটু অন্য্ আলোচনার চেষ্টা করেছে।
দেখুন ২০১১ তে সিপিআই এমের ভোট তৃণমূলে গেছিলো , ২০১৪ সিপিআইএমের ভোট বিজেপিতে গেছিলো , এবার সম্ভবনা তৃণমূলের ভোট বিজেপিতে যাবে যারা ক্ষমতার সুখ ভোগ কে পছুন্দ করেন। কারণ সিপিআইএম এ যারা আছেন তারা নীতির জন্য আছেন, না হলে এই মন্দার বাজারে ব্রিগেট ভরানো এতো সহজ বেপার নয় , বিষয় তা হল সুযোগের সৎ ব্যাবহার নিয়ে যারা এগিয়ে আসেন রাজনীতিতে তারা দল পরিবর্তনের ক্ষেত্র পছুন্দ করে। সেই জন্য কংগ্রেস যদি তৃণমূলের হত্যাগ্রস্থদের ভোট পায় তাহলে অনেক সিটেই সিপিআই এম বেরিয়ে যাবে। সবটাই হিসেবের বাইরের কথা। চলুন শুনি কি হতে পারে।