West Bengal
প্রচারে বাধা
বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেড়িয়ে তৃণমূলের বাধার মুখে পড়লেন উত্তর কলকাতার বিজেপি প্রাথী রাহুল সিনহা।তৃণমূলের পতাকা নিয়ে কাউন্সিলরের দলবল স্লোগান তোলে ‘,গো ব্যাক রাহুল’. পাল্টা স্লোগান তুললেও এলাকা ছাড়তে বাধ্য হয় রাহুল।