Life Style
প্রতিদিন নাভির যত্নে মিলবে শারীরিক সমস্যার সমাধান
বড়ো সমস্যার ছোট্ট সমাধান গুলি দেখে নেওয়া যাক

নাভি এমনি একটি অঙ্গ যার সাথে জড়িয়ে থাকে শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তাদের যে সমস্যা সেটিও নিরাময়ে করার ক্ষমতা আছে এই নাভির। এমন কিছু সমস্যা যা অসস্থি তৈরী করে শরীরে। সেই গুলিও নিরাময়ে করবে কিছু কার্যকারি উপাদান যা নিয়মিত ব্যাবহার করতে পারেন আপনিও।
➡ নাভিতে প্রতিদিন শর্ষের তেল দিয়ে মালিশে ফাটা ঠোঁটের সমস্যা দূর হয়ে।
➡ নাভিতে নিম তেল দিলে ব্রণ ফুসকুড়ির সমস্যা দূর হয়ে।
➡ তুলতে করে ব্রান্ডি নিয়ে নাভিতে দিয়ে রাখলে মাসিকের যন্ত্রনা থেকে মহিলারা স্বস্তি পেতে পারবে।
➡ খানিকটা অলিভ অয়েল নাভিতে দিন। এতে মুখের সৌন্দর্য ফিরবে। এছাড়া পরিষ্কার মাখন নাভিতে দিলে ত্বক কোমল হয়।
➡ নাভিতে নারকেল তেল দিলে প্রজনন ক্ষমতা দ্বিগুন হবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।