প্রতিবেশী যুবকের দ্বারা ধর্ষণ হতে গিয়ে তাতে বাধা দিলেও রেহাই মিলল না গৃহবধূর
অভিযুক্ত যুবকের পরিবারের হাতে বেধড়ক গণধোলাই খেতে হল নিগৃহীতা গৃহবধুকে। শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগরের কান্তনগর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা উত্তম চুনারি নামে এক যুবক গত শুক্রবার রাতে আচমকা তার প্রতিবেশী এক স্বামী পরিত্যাক্তা গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু কোনরকমে ওই গৃহবধূ যুবকের পাশবিক অত্যাচারের হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন। এদিকে অভিযুক্ত যুবকের পরিবারের লোকেরা মুহূর্তের মধ্যেই ওই গৃহবধুর ঘরে ঢুকে দুজনকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই ওই মহিলার সাথে পরকীয়া সম্পর্কের সন্দেহ গৃহবধূকে গোয়াল ঘরে হাত পা বেঁধে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা ওই গৃহবধূ অত্যন্ত দারিদ্রতার সঙ্গে তার দুই সন্তানকে নিয়ে বসবাস করেন। শুধু তাই নয় অভিযুক্ত যুবক ও দুই সন্তানের পিতা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে রাতেই ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর। গুরুতর জখম ওই মহিলাকে রাতেই রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে জানান নির্যাতিতা মহিলা।