Nation
প্রতিষ্ঠা দিবস___ বিজেপি-র
শনিবার ৬/৪/১৯ তারিখ বিজেপি-র ৩৯ তম প্রতিষ্ঠা দিবস।এই দিন দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ট্যুইট করে লিখেছেন, দেশের মানুষের সেবা করা ও দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই বিজেপি তৈরি হয়েছিল। বিজেপি এখন দেশের এক জনপ্রিয় দল হিসেবে মর্যাদা পেয়েছে। এর জন্য বিজেপি পরিবার ও কর্মকর্তাদের ধন্যবাদ।অন্যদিকে, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী সহ দলের বেশ কয়েকজন নেতার ছবি পোস্ট করে তাঁদের ত্যাগের কথা উল্লেখ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি তিনি লিখেছেন, বিজেপির কর্মকর্তারা দলকে তাঁদের পরিবার বলে মনে করেন। এইসব নেতাদের ত্যাগের জন্য দল আজ এতবড় সাফল্য পেয়েছে।