প্রতি বছরের মতো থ্রেট লিস্ট প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, সংকটে ভারত
সাবধান না হলে প্রাণ যেতে পারে কয়েক লক্ষ ভারতবাসীর ,বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু '
প্রকাশিত হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার থ্রেট লিস্ট। তবে এই লিস্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়ে গেলো ভারতের। কারণ এই লিস্টে প্রকাশিত কিছু রোগের কথা উল্লেখ করে ভারতকে আসন্ন বিপদ থেকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। চলুন জেনে নেওয়া যাক সেই রোগগুলো সম্পর্কে। থ্রেট লিস্টে প্রথমেই উল্লেখ আছে ডায়াবিটিসের কথা |ভারতে প্রায় ৬কোটি ২০লক্ষ মানুষ এই রোগের শিকার। এরপর আসছে ক্যান্সার, ২০১৮সালে ৬লক্ষ ৭০হাজার লোক ক্যান্সারের কারণে কেমোথেরাফির দ্বারস্থ হয়েছে এমনটাই জানাচ্ছে ক্যান্সার সংক্রান্ত পত্রিকা ‘ল্যানস্টেট’। ভারতে প্রায় ৭লক্ষ মানুষ মারা গেছে এই রোগে বলছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের রিপোর্ট। এছাড়াও ইনফ্লুয়েঞ্জা ,এইচ আই ভি ,ব্যাকটেরিয়া সংক্রমণের মতো রোগের কথাও বলা হয়েছে এই লিস্টে।