Photogenic
প্রতি বছরে কি একটি নবরাত্রি হয় ?
একটি বছর জুড়ে আসে আসলে চারটি নবরাত্রি। শারদ নবরাত্রি, বাসন্তী নবরাত্রি, আষাঢ় নবরাত্রি এবং পৌষ নবরাত্রি। শারদ নবরাত্রির আরেক নাম মহা নবরাত্রি। এই নবরাত্রির নবম দিনে রাজা রামচন্দ্র রাবণকে বধ করেন। চৈত্র নবরাত্রি পালন করা হয় চৈত্র মাসে। এই নয়দিন যুদ্ধ শেষে নবম দিনে মা দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় ঘটে।