West Bengal
প্রত্যাশা ছিল মমতা সরকার করবে : দুই জেলার সংযোগের দাবিতে সেতু চাই
বিধায়ক , এমপি , জেলা পরিষদ , ডিএম , এসপি কেউ করেনি কাজ। তাই রাস্তায় এক মাত্র পথ , বেছে নিলেন দুই জেলার মানুষ
উত্তর ২৪ পরগনা ও নাদিয়ার সংযোগ সেতুর সমপ্রসারনের দাবিতে বাগদা সারাহাটি তে অবরোধ এলাকার বাসিন্দাদের . উত্তর ২৪ পরগনা বাগদার সারাহাটি ও নাদিয়ার দত্তফুলিয়া মধ্যে ইছামতি নদীর উপরে একমাত্র সংযোগ সেতুর সংকীর্ন থাকার কারনে যানবাহন চলাচল করতে সমস্যা হয় বলেই এলাকার বাসিন্দারা আজ রাস্তায় নামে, এক ঘন্টা অবরোধ চলার পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয়া আন্দোলনকারীরা l