প্রথম পর্বে সোশ্যাল মিডিয়াতে প্রেম, আর তার পরেই প্রতারণা।
বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা। তবে এবার শুধু আড়াল থেকে না, প্রকাশ্যে হল অপরাধ।
@ দেবশ্রী : এখন প্রায়শই সাইবার ক্রাইম দেখা যায়। আর এবারে সাইবার ক্রাইম ঘরে ঢুকে লুঠ করল সব কিছু। ফেসবুকে প্রতারণার শিকার হন, লেকটাউনের এক গৃহবধূ। প্রথমে সোশ্যাল মিডিয়াতে তাকে ফেলা হয় প্রেমের ফাঁদে আর তার পরে, লুঠ করল, তার টাকা এবং গয়না। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। সেই অভিযুক্ত যুবককে গ্রেফয়তার করার পরে, তাকে জেরা করা হয় এবং জেরার পর, পুলিশের জালে গ্রেফতার হয় আরও এক যুবক।
জানা যায়, ফেসবুকে লেকটাউনের বাসিন্দা ওই গৃহবধূর সাথে পরিচয় হয় সন্দেশখালির সৌমিত্র মন্ডলের সঙ্গে। ধীরে ধীরে সম্পর্ক আরও ঘনিষ্ট হতে শুরু করে। এরপরই ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় সৌমিত্র। কথা মতো সমস্ত গয়না, টাকা-পয়সা নিয়ে আনন্দপুরে চলে আসেন গৃহবধূ। এরপরই ব্যাগটি নিজের কাছে নিয়ে নেয় ওই যুবক। তারপর ঘুরে আসার নাম করে কার্যত চম্পট দেয় সেই অভিযুক্ত সৌমিত্র।
ঘটনা ঘটার সাথে সাথে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন লেকটাউন থানার পুলিশ। গত সোমবার বাঁশদ্রোণী এলাকা থেকে মূল অভিযুক্ত সৌমিত্রকে গ্রেফতার করে পুলিস, তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুলাল নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। দুলালকে জেরা করে তাঁর কাছ থেকে সমস্ত সোনা-গয়না উদ্ধার করেছে পুলিস। আজ বুধবার অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।