Culture

প্রথম পুজোয় স্বামী নিখিলের সঙ্গে তারকা-সাংসদ নুসরত

বিয়ের পরে প্রথম পুজো তাই এই পুজো বিশেষ ভাবে উপভোগ্য পুজো তাদের কাছে

প্রেরণা দত্ত : স্বামী নিখিলকে পাশে নিয়ে মহাষ্টমীর পুজো দিলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরৎ জাহান।প্রতিবারের মতন এবারেও নুসরত মহাষ্টমীতে অঞ্জলি  দিয়েছেন।  কলকাতার অন্যতম সেরাপুজো সরুচি সংঘে পুজো দিলেন অষ্টমীর সকালে।অষ্টমীতে স্বামী নিখিলকে সঙ্গে নিয়ে প্যান্ডেলে জমিয়ে ঢাক ও  বাজালেন নুসরত। বিয়ের  পরে যেহেতু প্রথম পুজো তাই এই পুজো বিশেষ ভাবে উপভোগ্য পুজো ৷


 পুজোর আনন্দে মাতলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বৃষ্টির আশঙ্কাকে উড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দে মাততে রাস্তায় নেমেছেন সেলিব্রিটিরাও। রবিবার অষ্টমীতে সুরুচি সঙ্ঘের প্যান্ডেলে হাজির হয়েছিলেন নুসরত জাহান।


লাল শাড়ি পরা নুসরত নাচলেন কয়েকজন মহিলার সঙ্গেও।স্বামী সঙ্গে নিজের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে নুসরত লিখেছেন, ‘অষ্টমীতে সুরুচি সঙ্ঘে। সঙ্গে হাবি নিখিল ও সাথে দাদা অরূপ বিশ্বাস।এইভাবেই নুসরত নিখিলকে  সব বাঙালি সংস্কৃতির সঙ্গে আস্তে আস্তে পরিচয় করাচ্ছে। তাই প্রতিবছর এর মতন না খেয়ে অঞ্জলি দিলেন নুসরত।সুরুচিতেই অঞ্জলি দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ও।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: