Weather

প্রথম শীতের কামড় অনুভব করবেন আজই : ১৬ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা

শীত আসছে দেরিতে অভিযোগে মুখ ভার রাজ্যবাসীর , সম্পূর্ণ না হলেও আজই আন্দাজ পাবেন কিছুটা। ডিসেম্বরের শুরুতেই শীতের কামড়, এই মরশুমে প্রথমবার

বুবাই দাস : কলকাতায় ভুটিয়ারা সে ভাবে এবার এখনো পসরা নিয়ে বসে নি , ধর্মতলায় সেভাবে বিকোচ্ছে না জ্যাকেট ও কোটের বাজার , দাপাদাপি নেই বিক্রেতাদের , কারণ কলকাতার উত্তাপ কমেনি ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চললো। আবহাওয়া দফতর শীতের বার্তা শুনিয়েছিল নভেম্বরের শেষে শীতের সাথে দেখা হবে রাজ্য বাসীর। কিন্তু অনেক দেরিতে শীত আসছে তাই মুখভার। তবে জেলায় জেলায় কম্বল লেপ নেমে পড়েছে।

যা জানা যাচ্ছে সকালে আজ শহর কলকাতায় পারদ নামল ১৬ ডিগ্রির নীচে। জেলায় জেলায় ঠান্ডার দাপট বেড়েছে গত কয়েকদিনের থেকে । তাপমাত্রা ওঠানামার খেলা চলছেই। শুক্রবারের পর বদলাতে পারে পরিস্থিতি। পূর্বাভাস আবহাওয়া দফতরের।কলকাতা শহরের বাসিন্দারা সেভাবে গত বছরের তোলা লেপ কম্বল এখনো ছাদে রোদে মেলে নি কেও ।। ফলে সকালে চায়ের দোকানে আজি প্রথম শীতের অনুভূতিতে নিয়ে কিছু গুঞ্জন চলছে। তবে সবই নির্ভর করবে আবহাওয়ার ওপর।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: