Culture
প্রযুক্তি নিভর ব্যস্ততার জীবনে পারিবারিক সংস্কৃতি তৈরি করতে বদ্ধপরিকর : বসু পরিবার
শখের বাজারে বসু পরিবারের পুজোতে আন্তরিকতা নজর করছে সকলের। একান্নবর্তী নেই কিন্তু , আন্তরিকতায় পুজোর কদিন একান্নবর্তী
চার ভাই ভিন্ন্য পেশায় , দৈনন্দিন ক্ষেত্রে হাড়ি আলাদা হলেও আন্তরিকতায় এক অবস্থানে। ফলে যে কোন অবস্থায় তারা এক। আর এই ১১ বছরের পুজোতে সবাই হাজির। প্রতিদিন খাবার টেবিলে পাতের সংখ্যা অনেক। পাড়াপ্রতিবেশীরাও থাকছেন সব মিলিয়ে, বলা যায় একদমই আলাদা পরিবেশ। আর সেই বাড়িতে ওপিনিয়ন টাইমস পৌঁছে গেছিল সত্তমিতে। জমিয়ে আড্ডা সঙ্গে চা আর কি দেদার মজা বেশ সময় কাটলো।