West Bengal
প্রশাসনের ব্যর্থতায় পেট্রল লুট, চূড়ান্ত ভোগান্তিতে সাধারণ মানুষ
রাস্তায় পাইপের কাজ চলাকালীন জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় হঠাৎই পেট্রোলের পাইপে লেগে যাওয়ার ফলে লিকেজ হয়ে পড়ে। তার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ওই পেট্রোল কেউ নিয়ে যাচ্ছে বালতি-তে ভরে কেউ-বা ড্রাম ভর্তি করছে। এর ফলে বিভিন্ন মানুষের ভিড় লেগেছে এলাকায়। ঘটনাটি ঘটেছে আসানসোলের রামবন্ধু তালাও এলাকায় । দেখার জন্য হিড়িক লেগেছে ওই পেট্রোল পাইপ লিকেজ-এর জায়গায়। এর ফলে ওই রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ মোতায়েন করা হয় ওই জায়গাটিতে।