West Bengal

প্রাক্তন-কে ফোন বর্তমানের

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরার ডাক তৃণমূলের

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফল ,পশ্চিমবাংলায় তৃণমূলের ফলাফল খুব একটা খারাপ না হলেও সর্বভারতীয় ফলের নিরিখে বেশ ভালো রকম ধাক্কা খেয়েছে তৃণমূল। আর তারপর থেকেই নাকি দলের পুরোনো সদস্যদের খোঁজ পড়েছে দলের অন্দরে। এমনটাই বলছেন নিন্দুকেরা। কিছুটা হলেও তারা যে ঠিকই বলেছেন এমনটাই মনে হচ্ছে কলকাতার বর্তমান মেয়রের প্রাক্তন মেয়রকে ফোন করাকে কেন্দ্র করে। জানা গেছে কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে কলকাতার বর্তমান মেয়র তথা পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী| দলের দুর্দিনের কথা তুলে দলে ফিরে আসার অনুরোধ জানান। তবে এই ব্যাপারে শোভন চট্টোপাধ্যায়ের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা গেছে ঘনিষ্ঠ মহলে। এমনকি এই ঘটনার পর কোনো ফোন বা টেক্সটের জবাব দেন নি তিনি। ফিরহাদ হাকিমকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন দুই বন্ধুর ফোনের  কথোপোকথণ   সাংবাদিকদের জানাবেন না তিনি। বৈশাখী বিতর্কে জড়িয়ে মেয়রের পদ ,আবাসন ও দমকল মন্ত্রীর দায়িত্ত্ব একসময় ছেড়ে দেন শোভন। তারপর থেকে দলের সঙ্গে তার আর যোগাযোগ নেই। এমনকি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়-কে নিয়ে রায়চক যাওয়ার সময় দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেও জেলা পুলিশদের সাহায্য চেয়ে পান নি তিনি। তার নির্বাচিত ওয়ার্ড ১৩১ নম্বরে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ায় অভিমানের মেঘ আরো ঘনীভূত হতে থাকে। শনিবার কালীঘাটে লোকসভা নির্বাচনের ফল নিয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করার সময়ও দলের এক নেতা শোভনকে নিয়ে সমালোচনা করে বলেন যে শোভনের অনুপস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা ভালো ফল করেছে আর এই সমস্ত শুনে প্রাক্তন মেয়রের অভিমান বেড়েছে বই কমেনি আর তাই নিন্দুকেরা বলছে শোভন নাকি আর তৃণমূলে ফিরবেন না। তবে শেষ পর্যন্ত শোভন ফিরছেন নাকি ফিরছেন না সেটা জানার জন্য  তো শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সময়ই দেবে এর জবাব।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: