প্রাথমিকে ভর্তির নির্দেশিকা আর কাজে এলো না !
সরকারি অবহেলায় ভর্তির সুযোগ হারালো রাজ্যের শিশুরা , ক্ষুব্দ অভিভাবকরা

অবশেষে সরকারি বিদ্যালয়ের প্রাথমিক স্কুল গুলিতে লটারির মাধ্যমে ভর্তির কেন্দ্রীয় নির্দেশিকা বের করলো বিদ্যালয় শিক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি গত ২৩/১০/১৯ থেকে দ্রুত এই নির্দেশিকা বের করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছিল। কিন্তু অনেক দেরি করে করে যখন এই নির্দেশিকা এল তখন aided and sponsored school গুলির ভর্তি প্রক্রিয়া শেষ।সৌগত বসু, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি পক্ষ থেকে বলেন , “ফলে সরকারি বিদ্যালয় গুলি তে দীর্ঘদিন ধরে বারবার ভর্তির আবেদন করেও সুযোগ থেকে বঞ্চিত অভিভাবকরা এখন কতটা আগ্রহী হবেন ভবিষ্যতে সেই উত্তর পাওয়া যাবে।”
সাধারণ মানুষ এখনোও বেসরকারি স্কুলের পাশাপাশি সরকারি স্কুল গুলিতে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করে। কিন্তু সরকারের সদিচ্ছা না থাকলে আর কি হবে। কানাঘুষো অভিযোগ উঠে আসছে নোটিফিকেশনের বাইরে বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তি হয় , এরা কি ভাবে হয় করা করেন সেই বিষয় নিয়ে শিক্ষা মহলের অনেকেরই ক্ষোভ আছে। এ ক্ষেত্রে এর পরিমান বেশি হবার সম্ভবনা আছে।