প্রায় ২৪ ঘন্টা পর খাঁচা বন্দি হলো দক্ষিনারায়ণ, আতঙ্কে গ্রামবাসি
মাত্র ২ সপ্তাহে এই নিয়ে তিন নম্বর বাঘ ঘুরে পড়েছে লোকালয়ে

তিয়াসা মিত্র : গত সোমবার ভোররাতে জঙ্গল ছাড়িয়ে এক বাঘ গোসাবার লোকারণ্যে ঢুকে পরে যার পায়ের টাটকা চাপ নদীর চোর স্থানীয়রা দেখতে পান এবং বন দপ্তরে খবর দেন। বেলা বাড়তেই আতঙ্ক ছড়িয়ে পরে গোসাবা এলাকাতে। সেখানে সেই বাঘ যবাই পশু শিকার করে এবং পরে গিয়ে পাশের জঙ্গলে লুকিয়ে পরে।
প্রায় ১ কিলোমিটার এলাকা বনকর্মীরা জাল দিয়ে ঘিরে দিয়ে তল্লাশি শুরু করে সেই বাঘটির। দুটি খাঁচা পাতা হয়ে সম্ভব এলাকা গুলিতে এবং শেষমেশ একটি খাঁচাতে আজকে ভোর ৪.৫০ নাগাদ আটকা পরে বাঘ মামা। বনদপ্তর সূত্রে খবর ভাগটির বয়স ৮ বছর এবং তার শারীরিক অবস্থার কথার উত্তরে বলে তার শারীরিক অবস্থা ভালো আছে। এবং তাকে নিয়ে যাওয়া হয়ে সুন্দরবন টাইগার রিসার্ভ-এ যেখানে তার কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তারপর সব ঠিক থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে ঘন জঙ্গলে।
মাত্র ২ সপ্তাহে এই নিয়ে তিন নম্বর বাঘ ঘুরে পড়েছে লোকালয়ে মেপিট , কুলতলী আর গোসাবাতে। যার কারণে সেখানে লোকের মানে সৃষ্টি হয়েছে আতঙ্ক এবং আপাতত সেই বাঘ ধরা পড়াতে তারা কিছুটা স্বস্তি পেলেও পুরোপুরি কাটেনি আতঙ্কের আধার।