West Bengal
প্রেমের সম্পর্ক নিয়ে কিশোরীর পরিবারের হুমকির জেরে আত্মহত্যা যুবকের
মৃত যুবকের নাম রনি ঘোষ।
কিশোরীর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক নিয়ে কিশোরীর পরিবারের হুমকির জেরে আত্মহত্যা যুবকের । মৃত যুবকের নাম রনি ঘোষ, বাড়ি গোবরডাঙ্গা থানার বেরগুম এলাকায়। গোবরডাঙ্গা থানায় অভিযোগ করে জানিয়েছে কয়েকদিন ধরেই কিশোরীর সঙ্গে সম্পর্ক নিয়ে রাস্তাঘাটে তার ছেলেকে অপমান করা হতো। এ নিয়ে সে মানসিক অবসাদে ভুগছিল । শনিবার সকাল দশটা নাগাদ নিজের বাড়িতেই যুবক বিষ খায় । হাবড়ার হাসপাতালে নিয়ে আসে কিন্তু অবস্থা খারাপ হওয়ায় পাঠানো হয় কলকাতায় । রবিবার তার মৃত্যু হয়। ঘটনায় সোমবার কিশোরীর পরিবারের বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। সোমবার রাতেই গ্রেফতার করা হয় কিশোরীর কাকা বিকাশ হাজরা নামে এক অভিযুক্তকে। মঙ্গলবার তোলা হয়েছে বারাসত আদালতে।