প্লাজমা থেরাপিকে করোনার চিকিৎসা পদ্ধতি বলা যায় এমন কোনও প্রমাণ নেই, দাবি স্বাস্থ্যমন্ত্রকের
দেশজুড়ে এই থেরাপি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)
প্রেরনা দত্তঃ ভারতের কয়েক’টি রাজ্যে করোনার চিকিত্সায় প্লাজমা থেরাপি পরীক্ষামূলক ভাবে শুরু হয়ে গেলেও, কেন্দ্র এখনও এই চিকিত্সা পদ্ধতিকে মান্যতা দিতে নারাজ। প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলেও, এর মাধ্যমে রোগমুক্তি হয় বলে এখনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘প্লাজমা থেরাপি করোনা ভাইরাসের চিকিৎসায় কাজে দিচ্ছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত প্লাজমা থেরাপি পরীক্ষামূলক স্তরে আছে। দেশজুড়ে এই থেরাপি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্লাজমা থেরাপির ফলেও জীবন বিপন্ন হতে পারে।’
তিনি আরও জানান, ICMR জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা চালিয়েছে। কিন্তু, প্লাজমা থেরাপি নিয়ে এখনও যথেষ্ট বলবাণ বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। এককথায় প্লাজমা থেরাপি গবেষণা বা ট্রায়াল হিসেবেই চলছে। তিনি সতর্ক করেন, সঠিক নির্দেশিকা না-মানলে প্লাজমা থেরাপিতে জীবনহানিকর জটিলতা তৈরি হতে পারে।
দেশজুড়ে প্লাজমা থেরাপি নিয়ে উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই প্লাজমা দান করছেন। আইসিএমআর জানিয়েছে, দেশজুড়ে প্লাজমা থেরাপির পরীক্ষা করা হবে। তবে যে করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা গুরুতর এবং ভেন্টিলেটরে আছেন, শুধু তাঁদের উপরেই প্লাজমা থেরাপির পরীক্ষা করা যেতে পারে।
ইতিমধ্যে দিল্লির সাকেতের এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ভেন্টিলেটরে চলে গিয়েছিলেন ওই রোগী। পরিবারের আর্জিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্লাজমা থেরাপি করার পরেই স্বাস্থ্যের অভাবনীয় উন্নতি হতে থাকে।ফলে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা বলিউড গায়িকা কণিকা কাপুরের মতো অনেকেই প্লাজমাদানে আগ্রহপ্রকাশ করেছেন