প্লাস্টিক বন্ধ করার সচেতনতা শুধু পুজোর থিমে, দেশে নয়
বিভিন্ন দূষণ বন্ধ করার জন্য মানুষের কাছে জানান দিচ্ছে পুজোর থিমের সাহায্যে।কিন্তু এদিকে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে প্লাষ্টিক ,থার্মোকল পরে থাকতে।
সায়ন্তনী রায় : প্লাস্টিক বন্ধ হয়ে গেছে ২রা অক্টোবর দিয়ে। কিন্তু রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে প্লাস্টিকের কাপ, নরম পানীয়ের বোতল। এবছর পুজোর থিমেও দূষণ রোধে রকমারি পরিকল্পনা। কিন্তু রাস্তার ছবির কোনও পরিবর্তন নেই। অথচ সেই ছবির বদল ঘটাতে বছরভর সচেতনতার প্রচার চালাচ্ছে প্রশাসন। কখনও কখনও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য বাজারে বাজারে অভিযানও চালানো হচ্ছে। কিন্তু পরিস্থিতি পাল্টাচ্ছে না। এখনও বিভিন্ন পুজো মণ্ডপে সুস্বাদু খাবার ও জলের জন্য থার্মোকলের পাতা আর প্লাস্টিকের কাপ ব্যবহার করা হচ্ছে। পুজোর থিমে দূষণ কমানোর বার্তা পৌছানো হচ্ছে জনগনের কাছে ওদিকে সেই পুজা মণ্ডপে দূষণ হওয়ার কাজ হচ্ছে। কেন? পুজা কমিটির সদস্যরা বলেছে কম দামের কারণেই থার্মোকল ব্যবহার করা হচ্ছে। সমস্যার কথা শিকার করেছেন অনেক পুজা কমিটি। দূষণ মুক্ত করতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। মেয়র পারিষদ দেবাশিস জানা উদ্যোক্তাদের কাছে প্লাস্টিক, থার্মোকলের ব্যবহার বন্ধ রাখার আবেদন করেছেন।