Weather

“ফণী” update প্রতি ঘন্টায়

অবশেষে ফণী সাড়ে আটটার পর আছড়ে পড়ল ওড়িশা উপকূলে।

  1. গোপালপুর ও পুরীতে সকাল সাড়ে নটা নাগাদ ফণী ঢুকে পরে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু সকাল আটটা নাগাদই তার অস্তিত্ব নিয়ে হাজির ফণী ও সাড়ে আটটার পর আছড়ে পড়ল ওড়িশা উপকূলে
  2. নবান্নে খোলা রয়েছে  ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।ফোন করলে মিলতে পারে খবরা খবর
  3.  কলকাতা বিমানবন্দর বন্ধ থাকার সির্ধান্ত নিলো  । আজ রাত সাড়ে ৯টা থেকে আগামী কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত 
  4. বন্ধ রাখা হয়েছে ভুবনেশ্বর বিমানবন্দর  ।
  5. কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে আজ ও কাল প্রবণতা আছে  ভারী বৃষ্টির  ।
  6. ওড়িশা সরকারের ফণীর গতিপথে থাকা  ১১ লক্ষ মানুষকে নিরাপদে সরানোর নির্দেশ  ।
  7. ধারণার বাইরে  ২০০ কিমি/ঘণ্টায় ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ফণী, যা আগে আন্দাজ করা যায়নি  ।
  8. পুরীতে শুরু প্রবল বৃষ্টি,পুরী মন্দিরের  স্বাভাবিক কাজকর্ম পন্ড হবার  পথে
  9. ফণীর প্রভাব ওড়িশা ছাপিয়ে বাংলায় আছড়ে পড়বে  আজি, আশঙ্কা করছে আবহাওয়া দফতর 
  10. সরকারী তৎপরতা দিঘা-মন্দারমণি, শঙ্করপুর খালি করার নির্দেশ 
  11. এসবিএসটিসি ৫০টি বাসের ব্যবস্থা করেছে সরকার, পর্যটকদের দিঘা ও শঙ্করপুর থেকে ফেরাতে

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: