Weather

ফনীর আগমনে সন্ত্রস্ত প্রশাসন

মমতা সরকার ভোটের ধাক্কা সামলানোর সাথে সাথে ফণীর ধাক্কা সামলাবে!

এনডিআরএফ থেকে রাজ্য প্রশাসন , কন্ট্রোল রুম থেকে সমুদ্র-নদীর নজরদারি , ছুটি বাতিল অসামরিক প্রতিরক্ষার সকল কর্মীদের।  কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়  বলেন- “৩ মে বা ৪ মে ভোরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী। ৪ মে ফণীর প্রভাব থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, গতিবেগ থাকবে ৯০ থেকে ১১৫ কিলোমিটারের মধ্যে,  এর পর বাংলাদেশের দিকে যাবে সম্ভবত। উপকূলে চলছে সতর্কতার বাণী , খোঁজ চলছে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে গেছে। কলকাতা থেকে ফণী ৭৩০ কিলোমিটার দূরে। দিঘা থেকে ৬১৫ কিলোমিটার। অসংখ্য শহরের ক্ষতি হতে পারে , শঙ্কিত হবার দরকার নেই -সাবধান হওয়া জরুরী।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: