Culture

ফিরে দেখা সফদার হাসমি -আজও প্রসঙ্গিক

আজ ১২ই এপ্রিল। ১৯৫৪ সালে আজকের দিনে  দিল্লীতে জন্ম হয় সফদর হাসমির । দিল্লী বিশ্ববিদ্যালয়ের ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর সফদার হাসমি, জননাট্য মঞ্চের প্রতিষ্ঠাতা সফদর হাসমি , যার নাটকের সংখ্যা ৮৫০, পথ নাটক ৭০,পালা নাটক ১৩, ভারতের ১৪০টি শহরে যার নাটক প্রদর্শিত হয়েছিল- -নাট্য আন্দোলনের পথপ্রদর্শক, নাট্যকার, পরিচালক অভিনেতা কমিউনিস্ট সফদর হাসমি। ১৯৮৯সালে  গাজিয়াবাদে শ্রমিক মহল্লায় হল্লাবোল পথনাটক মঞ্চস্থ করার সময় নির্মম ভাবে খুন হতে হয় তাঁকে। অভিযোগের তীর যায় কংগ্রেসের দিকে।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: