ফি বৃদ্ধির দাবিতে, অনশন আন্দোলনে এসআরএফটিআই এর পড়ুয়ারা।
লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে ফি, কারোর জন্য নেই কোনোরকম ছাড়।
@ দেবশ্রী : দিন দিন বেড়েই চলেছে, ফি, আর সেই ফি বৃদ্ধির প্রতিবাদেই গতকাল মঙ্গলবার থেকে অনশন আন্দোলন শুরু করেছে, কলকাতার সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পড়ুয়ারা। পড়ুয়ারা অভিযোগ জানায়, চার বছর আগে এসআরএফটিআই-এ ভর্তি হতে ৬০ হাজার টাকা বার্ষিক ফি দিতে হত। কিন্তু আগামী বছর থেকে পড়ুয়াদের প্রতিষ্ঠানে ভর্তি হতে গুনতে হবে ১ লক্ষ ৪০ হাজার টাকা। শুধু তাই না, পরীক্ষা দেওয়ার জন্যেও পড়ুয়াদের প্রতি পেপার পিছুও ৪০০০ টাকা দিতে হবে।
পড়ুয়াদের বক্তব্য, ইনস্টিটিউটে দুঃস্থ পড়ুয়াদের জন্যও নেই কোনোরকম ছাড়। তাই বাধ্য হয়েই ফি কমাতে অনশন আন্দোলনে নামতে হয়েছে তাঁদের। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউ বা এফটিআইআইতেও একই কারণে অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। পুনের প্রতিষ্ঠানে পরিচালনা বিভাগের ছাত্র অর্মত্য রায় এই প্রসঙ্গে জানান, ‘পরীক্ষা দিতে ১০ হাজার টাকা খরচ হচ্ছে। ফি-ও বেড়ে চলেছে বিপুল হারে। তাই এই ফি বৃদ্ধির বিরুদ্ধে আমাদের অনশন আন্দোলন চলবে।’ এদিকে কলকাতায় এসআরএফটিআইয়ের ছাত্রী নৈঋতা ঠাকুরতার দাবি, ‘ফি-বৃদ্ধির বিরুদ্ধে আমরা বার বার কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু কোনও রকম পদক্ষেপই তাঁরা নেননি।
তবে এই ফি-বৃদ্ধির অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠানের অধিকর্তা দেবমিত্রা মিত্র। তিনি বলেন, গভর্নিং বডি মাত্র ১০ শতাংশ ফি বাড়িয়েছে যে নীতি একদম ঠিক। পড়ুয়াদের ব্যক্তিগত প্রজেক্ট, প্রতিষ্ঠানের পরিকাঠামো, নির্দিষ্ট সময় অন্তর ছবি তৈরি, ক্যামেরা-লেন্স কিনতে প্রচুর টাকা খরচ হয়। সেই তুলনায় মাসে মাত্র ৬২৫০ টাকা ফি দিতে হয় পড়ুয়াদের। এটা অন্য ইনস্টিটিউটের তুলনায় অনেকটাই কম।
কিন্তু পড়ুয়ারা রয়েছে তাদের দাবিতে অনড়। যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে তারা চালিয়ে যাবে এই অনশন আন্দোলন।