Health
ফের আর্সেনিক আক্রান্ত হয়ে মৃত্যু গাইঘাটায় : কেন প্রশ্নের উত্তর নেই
বাজেটে ঘটা করে আর্সেনিকের বিরুদ্ধে প্রচার , বিশ্ব সাস্থ সংস্থার কত শত প্রচার। কিন্তু ঝরে যাচ্ছে অকালে প্রাণ। নীরব প্রশাসন
ফের আর্সেনিকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গোষ্ঠ দাস (৪৭)। উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিষ্ণুপুর মাঠ পাড়ার বাসিন্দা। পেশায় ভ্যান চালক। প্রায় পঁচিশ বছর ভুগছিল আর্সেনিক জনিত রোগে। শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়। এই গ্রামে এর আগেও আনেকের আর্সেনিকের কারনে মৃত্যু হয়েছে। এখন প্রায় পঞ্চাশ জন আক্রান্ত আছে যার মধ্যে এই পরিবারে দুই জন আক্রান্ত আছেন।পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন নীরব। কেন এখানে এতো আর্সেনিকের প্রকোপ ? ঘটে করে ব্লকে মিটিং। কতশত এনজিও দের প্রজেক্ট সবই বাস্তবে ভাউতা বললেন মৃতের পরিবার।