Entertainment

ফের ধর্ম নিয়ে আক্রমণের শিকার হলেন নুসরত, পাশে এসে দাঁড়ালেন বিতর্কিত লেখিকা তসলিমা

' মমতা হিজাব পরলে নিরপেক্ষ, আর নুসরত পূজা করলে অ-মুসলিম ', মন্তব্য করলেন তসলিমা

তানিয়া চক্রবর্তী :  মাথা ভর্তি সিঁদুর পরে সংসদে শপথ নিয়ে ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। সেই নিয়ে বির্তকের রোল উঠেছিল ইমামদের মধ্যে। হিন্দু ছেলেকে বিয়ে, মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র- কোনোটাই ভালো চোখে দেখেননি মুসলিম ধর্মগুরুরা। সেসবের তোয়াক্কা না করে নিজের জীবন সচ্ছন্দে কাটিয়ে যাচ্ছিলেন তিনি। বিয়ের পর থেকে কখনও রথযাত্রা, কখনও রাখী – সবেতেই সামিল হয়েছেন তিনি। এবার দুর্গা পুজোয় অঞ্জলি দেওয়া নিয়ে ফের আক্রমণের মুখে পড়েছেন অভিনেত্রী। মৌলানাদের দাবি, ইসলামের নাম বদনাম করা হচ্ছে। তাঁদের মতে, ” আল্লা ছাড়া আর কারও সামনে প্রার্থণা করার অনুমতি ইসলাম দেয় না।” আর সেইসব মন্তব্যের জবাব দিতেই এবারও সরব হয়েছেন তসলিমা।

সূত্রের খবর, এর আগেও তিনি নুসরতের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে এবার নুসরতকে সমর্থন করার পাশাপাশি খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতাকে। তাঁর হিজাব পরার বিষয়টা ধরেই আক্রমণ তসলিমার। ট্যুইটারে তিনি লিখেছেন, ” যখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন অ-মুসলিম হয়ে অন্যান্য মুসলিমদের মত হিজাব পরেন ও আল্লার কাছে প্রার্থনা করেন তখন ইমামরা তাঁকে বলে নিরপেক্ষা। আর নুসরত জাহান যখন অ-হিন্দু হয়ে অন্যান্য হিন্দুদের মত পূজা মণ্ডপে গিয়ে প্রার্থনা করেন, তখন তাঁকে ইমামরা বললে অ-মুসলিম।”

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: