Women
ফের শ্লীলতাহানি তৃণমূল নেতার বিরুদ্ধে
নির্বাচনেও রেহাই নেই নারী নির্যাতনের ,বলতে পারেন রাত পোহালেই নির্বাচন, আর এই নির্বাচনের ভোট ম্যানেজার যারা তাদের বিরুদ্ধে সৃলতাহানির অভিযোগ, হেযালী ছেড়ে আসল কথা 24পরগনা দক্ষিণ এর সোনার পুর রাজপুরের এক বসিন্দ্দা জনিক্য প্রদীপ দাশ আমাদের দফতরে ফোন জানলেন , ঐ অঞ্চলের 31নম্বর ওযাডের শাসক দলের নেতা তাপস চক্রবর্তী (সভাপতি) তিনি এক বারো ক্লাস এর ছাত্রির ওপর সৃলতাহানি করেন ।অভিযোগ গত কাল রাতে লস্করর্পুর দুর্গা পল্লিবাসির বছর 17 ঋতু দাশ ওপর নির্মম অত্যাচার করেন ।পুলিশ নির্বিকার ,নেতারা অস্সস্তিতে ভোটার মুখো হচ্ছেন না কিন্তু ওপর মহলের ফোনে প্রশাসন চুপ ।দোষীদের শাস্তি ও প্রতিকার চেয়ে জন বিখভের মুখে পুলিশ।