Entertainment

ফের সোশ্যাল মিডিযা মাতালেন বাঙালি কন্যা

ট্রান্সপারেন্ট কালো পোশাকে মোহময়ী ঋতাভরী।

তানিয়া চক্রবর্তী :   বাংলা সিনেমা জগৎ বা টেলিভিশন জগৎ সম্পর্কে যারা একটু আধটু চর্চা করেন তাঁদের কাছে ঋতাভরী চক্রবর্তী একটি অতি পরিচিত নাম। তাঁর সৌন্দর্যের কাছে ফেল বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীরা। সারা দেশে প্রথম ৫০ জন কাঙ্খিত মহিলাদের মধ্যে তিনিও একজন।

সিনেমা জগৎ বা টেলিভিশন জগৎ-এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও এই বাঙালি অভিনেত্রীর অবাধ আনাগোনা। মাঝে মধ্যেই অসাধারণ কিছু ছবি শেয়ার করে ভক্তদের তাকে লাগিয়ে দেন। সম্প্রতি কালো ট্রান্সপারেন্ট ড্রেসে ছবি শেয়ার করেন ঋতাভরী চক্রবর্তী। আর তাতেই রীতিমতো আগুন ঝরচ্ছে নেটদুনিয়ায়। ছবিটি পোস্ট হওয়ার কিছুক্ষনের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজেই পোস্ট করেন ছবিগুলি। তিনটি ছবির একটিতে লাইক পড়েছে ৭১ হাজারেরও বেশি। কমেন্ট বক্সও ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। তাদের মধ্যে এক ভক্ত তার কাছে শাড়ি পরা ছবি পোস্টের আবেদন রেখেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন ঋতাভরী।

“ওগো বধূ সুন্দরী” নামে এক বাংলা ধারাবাহিকের মাধ্যমে তিনি নজর কাড়েন সকলের। সেই ধারাবাহিকটি এতই জনপ্রিয়তা পায় যে তার অনুকরণেই তৈরি হয় ‘শ্বশুরাল গান্দা ফুল’ নামে একটি হিন্দি ধারাবাহিক। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। “তোমার সঙ্গে প্রাণের খেলা” দিয়ে তিনি প্রথম বড় পর্দায় নিজের জায়গা পান। তারপর সৃজিত মুখার্জীর “চতুষ্কোণ”-এও নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়া তিনি অভিনয় করেছেন, “বাওয়াল”, “অন্য আলাপ’” সহ আরও বেশ কিছু সিনেমায়। এবছরই তাঁর অভিনেতা জিত-এর সঙ্গে ‘শেষ থেকে শুরু’ ছবিটি মুক্তি পেয়েছে। যেখানে তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছে। টলিউডের পাশাপাশি বলিউডেও তিনি যথেষ্ট জনপ্রিয়। আয়ুষ্মান খুরানা, অনুষ্কা শর্মা, কালকি কোচলিন, অনুরাগ কাশ্যপের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন।  

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: