West Bengal

ফোন কানে ভোট

কমিশনের নিয়ম অগ্রাহ্য করে ফোন নিয়ে ভোটদান হরকা বাহাদুর ছেত্রীর

কমিশনের নিয়ম অনুযায়ী বুথের মধ্যে ফোন ব্যবহার করা যায় না। কিন্তু ২য় দফায় ভোট শুরু হবার পরপরই দেখা যায়  কালিম্পংয়ের ১১০ নম্বর বুথে কানে ফোন নিয়ে ঢোকেন  হরকা বাহাদুর ছেত্রী।এই বিষয়ে প্ৰশ্ন করা হলে তিনি জবাব দেন, “নিয়ম জানা ছিল না। আপত্তি করলে ফোন রেখে দিতাম। কিন্তু কেউ আপত্তিও করেননি।”  এই ঘটনায় সেখানকার প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: