বছরের প্রথম দিনে আকাশ রোদ ঝলমলে হলেও পরের দিন থেকে দেখা যাবে বৃষ্টি।
তৈরী হচ্ছে ঘূর্ণবাত, অঝরে ঝরতে চলেছে বৃষ্টি।
@ দেবশ্রী : নতুন বছরের প্রথম দিনে আনন্দে মাতোয়ারা প্রত্যেকটি মানুষ। তবে পয়লা জানুয়ারি ভালোভাবে কেটে গেলেও আগামীকাল থেকে আকাশে দেখা যাবে শঙ্কা। আকাশ কালো করে নামবে বৃষ্টি এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দেশের উত্তর – পূর্ব প্রান্তের রাজ্যগুলিতে রয়েছে প্রচুর বৃষ্টির সম্ভাবনা। কেন্দ্রীয় মৌসম ভবনের তরফ থেকেও জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন , তিনটি ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তর থেকে পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে।
ওডিশা এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবর্ত ক্রমশ সক্রিয় হচ্ছে। একই সাথে হরিয়ানা থেকে উত্তর-পূর্ব রাজস্থান হয়ে ঝাড়খণ্ড-উত্তরপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও অবস্থান করছে। আর সেই ঘূর্ণবাতের জেরেই পশ্চিমবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়াবিদরা। আগামী ২৪ ঘণ্টায় ওডিশা, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজেস্থানের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিমেও ঘটবে আবহাওয়ার অবনতি। সিকিমের বিভিন্ন এলাকায় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ফলে শীতের মরসুমে জানুয়ারির প্রথম সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। শুধু তাই না, তুষারপাত ঘটারও রয়েছে সম্ভাবনা।
সবমিলিয়ে নতুন বছরের শুরুটা আবহাওয়ার দিক দিয়ে ভালো বলা যাচ্ছে না, তা বলা যেতেই পারে। শুরুতেই রয়েছে বৃষ্টির চোখরাঙানি। আলিপুর আবহাওয়া দফতর সূ্ত্রে জানা যায় বৃষ্টির সাথে তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। পূর্ব সিকিমের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে। সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জন্য বাড়বে তাপমাত্রা। আজ বুধবার থেকেই তার লক্ষন স্পষ্ট। আজ ১২ ডিগ্রিতে উঠে এসেছে শহরের পারদ। আগামী দিন দুয়েক বৃষ্টি হলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। বাড়বে আর্দ্রতার পরিমাণ। তবে যেহেতু বৃষ্টি হবে তাই শীতের আমেজ বজায় থাকবে কলকাতার শহরে।