বছরের শেষে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির এয়ারটেল।
প্রত্যেকটি মোবাইল নেটওয়ার্ক সংস্থার দাম এখন উর্দ্ধে। তার মধ্যে খানিক স্বস্তির নিঃশাস দিল এয়ারটেল কোম্পানি।

@ দেবশ্রী : আজকের দিনে ফোন ব্যবহার করাও সত্যিই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফোন ছাড়াও একপ্রকার মানুষের জীবন অচল। আর এই মুহূর্তে প্রায় সমস্ত নেটওয়ার্কিং কোম্পানি নিজেদের প্ল্যানের দাম বাড়িয়েছে। আর এই মুহূর্তে যেহেতু প্রায় প্রত্যেকটি মোবাইল কোম্পানিগুলি সমস্যার মধ্যে রয়েছে তাই সব কোম্পানিগুলি মোবাইলের প্ল্যানগুলির দাম বাড়িয়ে বা প্ল্যানের মেয়াদ কমিয়ে নতুন করে ক্রেতাদের পরিষেবা দিচ্ছে। আর এই তালিকাতে এবারে যোগ হয়েছে এয়ারটেল।
এয়ারটেল তাদের ৫৫৮ টাকার প্ল্যানের মেয়াদ কমিয়ে নতুন করে নিয়ে এসেছে ক্রেতাদের জন্য। ৮২ দিনের জায়গাতে এই প্ল্যান তারা নিয়ে এসেছে ৫৬ দিনের জন্য।
ইতিমধ্যে দিল্লি এনসিআর সংলগ্ন এলাকাতে এয়ারটেল নিয়ে এসেছে ওয়াই ফাই কলিংয়ের সুবিধা। যার ফলে কেবলমাত্র ওয়াই ফাই এর কানেকশন থাকলেই স্বাভাবিক ভয়েস কলের মত ফোন করা যাবে।
এয়ারটেলের এই নয়া প্ল্যানে ক্রেতারা পাবে আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন ৩ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ। এছাড়াও সাথে থাকছে ১০০ টি করে এসএমএস করার সুবিধা। এছাড়াও থাকছে আনুষঙ্গিক নানানা সুবিধা। বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করার সুবিধাও পাওয়া যাবে এই নতুন প্ল্যান এর মাধ্যমে। এছাড়াও থাকছে fashtag এর উপরে ১০০ টাকার ক্যাশব্যাকের সুবিধাও।
এই সুবিধা পাওয়া যাবে সকল জায়গাতেই। এছাড়াও ব্যবহারকারীরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ এবং ওয়েবসাইট থেকে এই রিচার্জ করতে পারবেন বলে জানা গেছে। অর্থাৎ নতুন প্ল্যানে দিন সংখ্যা কম থাকলেও পাওয়া যাবে অনেক রকম সুযোগ সুবিধা।