বনি কাপুরের প্রযোজিত ছবিতে জাহ্নবী,বম্বে গার্ল-এ থাকছে নয়া চমক
বাবা-মেয়ে একসঙ্গে। শোনা যাচ্ছে, বম্বে গার্ল ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় ত্রিপাঠী।
প্রেরণা দত্ত : প্রথম বার বাবা বনি কাপুরের প্রযোজিত ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা শ্রীদেবী-বনি দম্পতির বড় মেয়ে জাহ্নবী কাপুর। ছবির নাম ‘বম্বে গার্ল’। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে জাহ্নবীকে।
‘ধড়ক’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী কাপুর। তারপর আর তাঁকে পিছন ফিরে দেখতে হয়নি।বাবা-মেয়ের একসঙ্গে কাজ হওয়ায়, এই প্রজেক্ট দু’জনের জন্যে খুব স্পেশাল হতে চলেছে। বনি কাপুর ছাড়াও এই ছবির প্রযোজনায় রয়েছেন মহাবীর জৈন।তবে এখনই ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাতে চাননি বনি কাপুর। তবে বলিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, এক টিনেজারের গল্প বলবে এই ছবি।যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে এখনই নারাজ বনি।