West Bengal
বন্ধুর বাচ্চা হয়েছে হাসপাতালে, দেখে পথে খুশিতে মদ খেয়ে ফেরার সময় ভয়ানক দুর্ঘটনায় মৃত ২, আহত ১
শোকের ছায়া নেমেছে হাবড়া অঞ্চলে , জোড়া মৃত্যুতে !
গতকাল রাতে তিন বন্ধু এক মটর বাইকে করে কুমরোকাসিপুর থেকে হাবড়া দিকে আসছিলো। দক্ষিণ হাবড়া মোরে এসে সদরে ধাক্কা মারে দোকানে। রাজীব দত্ত ২২।অজীত বিশ্বাস ২৪। রাহুল বিশ্বাস ২৪।এদের তিন জনের মাথায় হেলমেট ছিলনা।তিনি মদ্যপ অবস্থায় ছিলেন ।সেই হাবড়া থানার টহল দারির সময় তাদের চোখে পরে রাস্তায় পাসে তিন জুবক পরে আছে সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে রাজীব দত্তকে মূত বলে ঘোষণা করে।অজীত বিশ্বাস, রাহুল বিশ্বাস কে আজিকার হাসপাতালে পাঠানো হলে পথে অজীত বিশ্বাস মূতু হয়। রাহুল বিশ্বাস কে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়।এলাকায় শোকের ছায়া নেমেছে কুমড়ো কাসিমপুর এলাকায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এতো মদের দোকানের লাইসেন্স দিয়েছে সরকার তাতে আরো বিপদ বাড়ছে হাই রোডের ধারে।