বলিউডের নামকাহিনী , জেনে নিন জ্যাকি পুত্রের আসল নাম
টাইগার না জ্যাকি শ্রফের পুত্র জয় হেমন্ত
বলিউডের রুপোলি পর্দায় নাম লেখানোর জন্য কত জন কত কিছুই না করেন ,কেউবা ওজন কমায় ,কেউ প্লাস্টিক সার্জারি করে পরিবর্তন আনে দেহের কোনো অঙ্গে আবার কেউবা নিজেদের পিতৃদত্ত নামটাই পাল্টে ফেলেন। এর আগে আমরা এরম অনেকের কথাই শুনেছি যাঁদের পোশাকি নাম কিছু অন্য। এই তালিকায় আছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও। তবে অনেকেই হয়তো জানেন না এক সময়কার জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র তথা বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়ক টাইগার শ্রফও কিন্তু আছেন এই তালিকায়। কি অবাক লাগছে ? অবাক লাগলেও এটাই সত্যি টাইগার শ্রফের আসল নাম জয় হেমন্ত শ্রফ। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্টুডেন্ট অফ দা ইয়ার ২’। এই ছবি চলাকালীনই দর্শকরা আবিষ্কার করেন জাকি পুত্রের আসল নাম টাইগার না জয় হেমন্ত শ্রফ। ষ্টার কিড হওয়া স্বত্বেও টাইগার বেশ আস্তে আস্তেই বলিউডে পা রেখেছেন। শুরুতে তার নামের কারণে তাকে ট্রোল্ডও হতে হয়েছে তবে ধীরে ধীরে তার নাচের জাদুতে মুগ্ধ হয়ে উঠেছে সকলেই। আর এখন তার আসল নাম জানার পর তাঁর নাম নিয়ে তাঁর ভক্তকুলের যে আক্ষেপ ছিল সেটা নিশ্চই দূর হয়েছে এমনটাই আশা করা যায়।