Uncategorized

বলিউডের শাহেনশা, এককালীন রুপোলি পর্দার নম্বর ওয়ান হিরো অমিতাভ বচ্চনের আজ জন্মদিন

আজ সকাল থেকেই তাঁর ভক্ত, প্রিয়জনেরা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন জন্মদিনের শুভকামনা।

প্রেরনা দত্ত : অমিতাভ বচ্চনের আজ জন্মদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকাল সকাল টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনকে। তাঁর সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করেছেন তিনি। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন, ৭৭ বছরে পা দিলেন। শুধু তাই নয় ২০১৯ সালেই তিনি ভারতীয় সিনেমা জগতে ৫০ বছর পূর্ণ করলেন।সত্তরের দশকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’তিনি । তার ভরাট কণ্ঠ এবং অভিনয়-জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। তিনি অমিতাভ বচ্চন।
আজ তাঁর জন্মদিনে ক্রিকেটার, থেকে বলিউড সেলিব্রিটি, বন্ধুবান্ধব, পরিবারের সবাই জানিয়েছেন শুভকামনা। তাঁর জন্মদিনে ভক্তদের মধ্যে দেখা যায় এক আলাদাই উচ্ছাস। কেউ পুজো করেন। কেউবা আবার তাঁর নামে যজ্ঞ- র আয়োজন করেন। আবার কোনো ভক্ত তাঁর জন্মদিনকে সমাজ সেবার মধ্যে দিয়ে উদযাপন করেন।ভক্তদের শুভকামনায় তিনি আজও পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। চুলে পাক ধরলেও অভিনয়ের জগতে একটুও ক্লান্ত হননি মি. সিনিয়র বচ্চন।
তিনি তার জন্মদিনে এইবছর , বিহারের বন্যাদুর্গত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন। ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অমিতাভ বচ্চন।
কর্মজীবনে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অজস্র গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন।
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ১৯৪২ সালের ১১ই অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হরিবংশ রাইবচ্চন এক জন নামকরা হিন্দি কবি ছিলেন। মা তেজী বচ্চন ফয়জলাবাদের (বর্তমান পাকিস্তান) এক পাঞ্জাবি পরিবারের সদস্য ছিলেন।অভিনয় ছাড়াও তাঁকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে বারবার।
ওপিনিয়ন টাইমসের তরফ থেকে অজস্র শুভকামনা রইল অমিতাভ বচ্চনের জন্য।

দেখে নিন সেই টুইট টি –

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: