Big Story
বাঁকুড়া : তৃনমূলের দলীয় অফিস ভাংচুরের অভিযোগ বিজেপির দিকে । এলাকায় উত্তেজনা ।
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : তালডাংরা থানার পাঁচমুড়া তৃনমূল আই এন টি টি ইউ সি অফিস ভাংচুর।তৃনমূলের অভিযোগ বিজেপির দিকে। পাঁচমুড়া অঞ্চল সভাপতি উত্তম গরাই এর বক্তব্য আমার বাড়ি ও আমাদের শ্রমিক সংগঠনের অফিস ভাংচুর চালায়।সিপিএম থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিজেপি কর্মি সমর্থকরা।
অন্যদিকে বিজেপির তালডাংরা মন্ডল দুই এর সভাপতি সুজয় দুলে তৃনমূলের অভিযোগ অস্বীকার করে বলেন।এই ঘটনার বিজেপির কেও যুকৃত নয়,এটা তৃনমূলের অর্ন্তদ্বন্ধের ফল।ভোটে শোচনিয় পরাজয়ের পর,তাদের গোষ্ঠিদের মধ্যে এই ঝামেলা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।