West Bengal
বাংলাদেশি পাচারকারীদের ছোড়া বোমায় গুরুতর জখম এক বিএসএফ জওয়ান
বাংলাদেশি পাচারকারীদের ছোড়া বোমায় আহত হলেন বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় ঐ জওয়ান কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, আহত জওয়ানের নাম আনিসুর রহমান। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ভারত-বাংলাদেশ সীমান্তে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে আংরাইল সীমান্তে কিছুটা এলাকায় কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ-এর টহলদারি দল তাঁদের সতর্ক করলে বাংলাদেশি দুষ্কৃতীরা বোমা ছুঁড়তে শুরু করে। সেই বোমার আঘাতেই গুরুতর আহত হয় জওয়ান আনিসুর রহমান। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।