Nation

বাংলাদেশে কেবল ২৪ ঘন্টায় মারা গেছে ৫ জন

করোনার প্রকোপে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজারের গন্ডি

@ দেবশ্রী : বাংলাদেশেও দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সেখানে নতুন ৪১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ৫ জনের। এই নিয়ে বাংলাদেশে মোট ৫৪১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৪৫ জন। ৩৬৮০টি নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়েছে। সবমিলিয়ে পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২২ জন।

রবিবার এক নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা। তিনি বলেন, ”যারা শনাক্ত হয়েছে, তাদের বড় একটি অংশ স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত। চিকিত্‍সক, নার্স, টেকনিশিয়ান, পরিছন্নতাকর্মী,আয়া,আক্রান্তদের মধ্যে তাদের অনেকেই আছেন। পুলিশ, প্রশাসনহ অন্যান্য সেবা কাজে নিয়োজিতরাও অনেকে আক্রান্ত হয়েছেন।”

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজনের বয়স ১০ বছরের কম। সে কিডনি সমস্যায় আগে থেকেই আক্রান্ত ছিল। বাকিদের বয়স ষাটের উর্ধ্বে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: