West Bengal

বাইক মিছিল অবৈধ

সিপিএম -এর বাইক মিছিল আটকাল পুলিশ

সোমবার ভাঙড়ের পাওয়ার গ্রিড সংলগ্ন এলাকায় মাছিভাঙা গ্রাম থেকে হুড খোলা গাড়িতে করে ভোট প্রচারে বের হন বিকাশরঞ্জন ভট্টাচার্য।সঙ্গে ছিল সিপিএম প্রার্থীর সমর্থনে জমি কমিটি এবং বামফ্রন্টের যৌথ উদ্যোগে প্রায় কয়েকশো বাইক বাহিনীর  মিছিল।এই মিছিল কে মাঝপথে আটকায়  পুলিশ।পুলিস তাঁদের জানায় বাইক মিছিল অবৈধ। এরপর বাইকগুলিকে একটি মাঠে রেখে জমি কমিটির সদস্যরা এবং বামফ্রন্টের সদস্যরা যৌথভাবে ভোট প্রচার শুরু করেন। বিকাশ বাবু জানান আমরা  জানতাম নির্বাচন কমিশনের বাইক মিছিল করার অনুমতি নেই। প্রচারের রাস্তা অনেক লম্বা, সেকারণেই বাইক নিয়ে আসা। অন্যদের প্রচারে বাইক ব্যবহার করতে দেখছি। যদিও পুলিশের বক্তব্য  তারা কাউকেই বাইক মিছিলের অনুমতি দেয়নি  প্রমাণ পেলে অভিযোগ করবে।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: