West Bengal
বাগদায় ছেলে, শ্বশুর, শ্বাশুড়ি ও শালার মারে মৃত্যুর অভিযোগ। ছেলে , স্ত্রী ও শ্বাশুড়িকে আটক করে তদন্তে পুলিশ।
উত্তর ২৪ পরগনা জেলার বাগদার গোবিন্দপুরের বাসিন্দা রাজ্জাক আলী মণ্ডল (৩৮) সঙ্গে তার স্ত্রী ফের্দোসী মণ্ডলের বিবাদ চলছিল তাদের মেয়ে রহিমা মণ্ডলকে নিয়ে। রাগারাগি করে কিছুদিন আগে ফের্দোসী বাবার বাড়ি আষারুতে চলে আসে l পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ি থেকে ফোন করে গত রবিবার রাতে রাজ্জাককে ডাকে ও মারধর করে বলে অভিযোগ। গতকাল গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার গভীর রাতে রাজ্জাকের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে মা আনোয়ারা বিবি বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে ছেলে, স্ত্রী ও শ্বাশুড়িকে আটক করে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।