বাজারে দেখা দিচ্ছে হাহাকার, চুরি যাচ্ছে পেয়াঁজ।
কিছুতেই কমছে না পেয়াঁজের দাম, পকেট হচ্ছে খালি। কিছু জন বেছে নিচ্ছে চুরির পথ।
@ দেবশ্রী : সারা দেশে এখন পেয়াঁজের অগ্নিতুল্য দাম। বাজারে গেলে রীতিমতো ছেঁকা খেতে হচ্ছে। হেঁশেলে হচ্ছে সমস্যা। আর তার মধ্যেই চলছে পেয়াঁজের চুরি। যোগান খুবই কম। এবার এমই একটি ঘটনা সামনে এল কর্নাটক থেকে।
কর্ণাটকের টুমাকুরু থেকে চেন্নাই চাচ্ছিল ২টি পেঁয়াজের ট্র্যাক। অভিযোগ ওঠে যে রাস্তায় পেঁয়াজ ছিনতাই হয়ে যায়। এই পেঁয়াজ ছিনতাইয়ের অভিযোগ ওঠে ট্রাক চালকদের বিরুদ্ধে। ওই ২ ট্রাকে ৯ লক্ষ টাকার পেঁয়াজ ছিল বলে জানা গিয়েছে।
গতকাল, হুচাভানাহাল্লি গ্রামের কয়েকজন কৃষক তাদের উত্পাদিত পেঁয়াজ চেন্নাইয়ের বাজারে বিক্রি করার জন্য একটি ট্রাক ভাড়া করেছিল। কিন্তু কিছুদূর গিয়েই চালক ফোন করে কৃষকদের জানান, ট্রাকটি গর্তে পড়ে গেছে। আর সেই সুযোগে ঘটনাস্থলে থাকা লোকজন ৮১ বস্তা পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে। কিন্তু সেই মিথ্যে বাঁচাতে পারেনি চোরদের। তাদের চক্রান্ত সহজেই ধরা পড়ে যায়, পুলিশের কাছে।