Economy Finance
বাজেট নিয়ে উত্তেজনার পারদ আকাশ চুম্বি , হবে কি ” আমজনতার মন কি বাজেট ? ” লক্ষ্য রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস
নির্মলা সীতারামন দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে প্রথা অনুযায়ী , সেনসেক্স ছুঁল ৪০ হাজার
মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রথম বাজেট পেশ। নির্মলা সীতারামন সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ,রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন। শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
অতিতের অভিজ্ঞতায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রীর হাতে ব্রিফকেশ দেখা যায়।বিশেষজ্ঞদের সন্দেহের অবকাশ নেই মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে বাজেট যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এ নিয়ে।
বেকারত্বের হার ৪৫ বছরে সর্বোচ্চ মাত্রায় ঠেকেছে পরিসংখ্যান বলছে বর্তমানে। গত পাঁচ বছরের অর্থনীতিতে একটা বড় ঘাটতি রয়েগেছে।একাধিক ক্ষেত্রেই হোঁচট খেয়েছে। সরকারের আর্থিক সমীক্ষা অনুযায়ী, আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে হতে পারে ৭ শতাংশ। আর তাতেই প্রত্যাশায় বুক বাঁধছে যুব সমাজ।