Industry & Tread

বাণিজ্যে-বসতি লক্ষ্মী

মঙ্গলবার কলকাতার এক পাঁচতারার হোটেলে হয়ে গেলো Real Estate সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলন। যেখানে চলতি অর্থবর্ষে(১৯-২০) Real Estate-এর মার্কেট কেমন হবে ? Real Estate মার্কেট এবং বাসিন্দাদের চাহিদা ইত্যাদি নানা বিষয় উঠে আসে এদিনের সাংবাদিক বৈঠকে। কাঁচামালের দাম-বৃদ্ধি থেকে শুরু করে সাম্প্রতিক-কালে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশে আগামী দিনে Real Estate-এর বাজার কলকাতা-সহ গোটা রাজ্যে তার কেমন প্রভাব পরবে বিস্তারিত সব কিছুই জানানো হয় এদিনের সাংবাদিক বৈঠকে। ইতিবাচক বাজার পাওয়া যাবে আগামী দিনে, এমনটাই আশা রাখেন এই শিল্পের সঙ্গে জড়িত বিনিয়োগ-কারীরা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: