বাতিল হচ্ছে একের পর এক প্লেন, কুয়াশার চাদরে মোড়া আকাশ।
দুর্ভোগের শিকার হচ্ছে সকল যাত্রী, বিঘ্ন ঘটাচ্ছে কুয়াশা।

@ দেবশ্রী : কলকাতায় বেশ হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা। আর তার সাথে বেড়েছে কুয়াশার পরিমান। শনিবার সকাল থেকেই ছিল ঘন কুয়াশা। আর তার জেরেই একাধিক বিমান বাতিল করলো ইন্ডিগো। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর মোট ছ’টি বিমান বাতিল করা হয়েছে। আর তার ফলে বেশ দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদেরকে।
দমদম বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে ফ্লাইট নম্বর 6E 2489 কলকাতা থেকে দিল্লিগামী, ফ্লাইট নম্বর 6E 6154 কলকাতা থেকে জয়পুরগামী, ফ্লাইট নম্বর 6E 854 কলকাতা থেকে দিল্লিগামী, ফ্লাইট নম্বর 6E 202 কলকাতা থেকে আমেদাবাদ, ফ্লাইট নম্বর 6E 6156, কলকাতা থেকে লখনউগামী, ফ্লাইট নম্বর 6E 6326, কলকাতা থেকে মায়ানমারগামী—-এই বিমানগুলি বাতিল করা হয়েছে।
শুধুমাত্র কলকাতাতেই না, ঘন কুয়াশার জেরে বিমান বাতিল হয়েছে দিল্লিতেও। দেরিতে চলছে অসংখ্য ট্রেন। তীব্র শীতে কাঁপছে উত্তর ভারত। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশাও। শুক্রবার প্রায় ৮০০টি বিমান বাতিল হয়েছিল দিল্লিতে। নির্ধারিত সময়ের তুলনায় ঘণ্টা দুয়েক দেরিতে চলছিল অন্তত ১০০টি ট্রেন। শনিবারও দিল্লিগামী ৪৬টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে আশেপাশের শহরে। অর্থাত্ দিল্লির বদলে অন্য শহরে ল্যান্ড করবে এইসব ফ্লাইট। তার পাশাপাশি এদিন ঘন কুয়াশার জেরে ১৭টি দুরপাল্লার ট্রেন চলছে নির্দিষ্ট সময়ের তুলনায় অনেকটা দেরিতে। অন্তত ২ ঘণ্টা দেরিতে চলছে এই ট্রেনগুলি। অর্থাৎ কুয়াশার কারনে ব্যাঘ্ত হচ্ছে ট্রেন ও বিমান পরিষেবা।
শনিবার সকালেই টুইট করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে যাত্রীরা যেন নির্দিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিমান ওঠা-নামার ব্যাপারে বিস্তারে সব তথ্য জেনে নেন। শনিবার দিল্লির তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে আগামী কয়েকদিনে আরও ঠান্ডা পড়বে দিল্লিতে। মৌসম ভবনের পূর্বাভাস শনিবার দিল্লিতে হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সুতরাং এখন বেশ কয়েকদিন ধরে আবহাওয়ার কারনে বিঘ্ন সৃষ্টি হতে পারে বিমান ও ট্রেন পরিষেবাতে।